Views Bangladesh Logo

দুর্গাপূজায় ভোমরা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ভারতের ঘোজাডাঙ্গা আমদানি-রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দুই দেশের ব্যবসায়ীদের সম্মতিতে ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। ৪ অক্টোবর (শনিবার) থেকে আবার স্বাভাবিকভাবে বন্দর কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন ওসি বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাসপোর্ট যাত্রী চলাচল চলবে।

রাজস্ব কর্মকর্তা তোহিদুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাময়িক অসুবিধা হলেও উৎসব উপলক্ষে দুই দেশের সৌহার্দ্যের অংশ হিসেবেই তারা সিদ্ধান্তটি মেনে নিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ