মৌলভীবাজারে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
মৌলভীবাজার শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় একদল অজ্ঞাত পরিচয় হামলাকারী এক ব্যবসায়ীকে তার দোকানে ছুরিকাঘাতে হত্যা করেছে।
নিহতের নাম ফয়জুর রহমান রুবেল (৫৩)। তিনি শমশেরনগরে অবস্থিত এফ রহমান ট্রেডিং-এর মালিক ছিলেন এবং কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে রুবেলের দোকানের ভেতরে তাকে হামলা করা হয়। স্থানীয়রা তার চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন।
প্রথমে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয় এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আহমেদ ফয়সাল জামান জানান, রুবেলের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং হাসপাতালে আনার সময় তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন।
রুবেলের শ্যালক ইমন তারাফদার জানান, হত্যাকাণ্ডটি পূর্ব শত্রুতার জের হতে পারে। তিনি বলেন, 'রুবেল বহু বছর ধরে এখানে একজন সম্মানিত ব্যবসায়ী ছিলেন। আমরা মনে করি, এই হামলা পুরোনো কোনো বিরোধের কারণে হতে পারে।'
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান জানান, রুবেল নাকি দেনার কারণে আর্থিক সংকটে ভুগছিলেন, তবে হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো অজানা। তিনি বলেন, 'তদন্ত চলছে।'
স্থানীয় ব্যবসায়ী বদরুল ইসলাম, যিনি রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নিতে সাহায্য করেন, বলেন, 'আমি তার চিৎকার শুনে ছুটে যাই এবং রক্তাক্ত অবস্থায় তাকে পাই।'
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে