Views Bangladesh Logo

তৌহিদী জনতা ও মব সন্ত্রাসকে ‘জাতীয় হুমকি’ হিসেবে দেখার আহ্বান

বাম গণতান্ত্রিক জোটের বগুড়া শাখা মনে করে, দেশে বর্তমানে কথিত তৌহিদী জনতা ও মব সন্ত্রাস বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি জনজীবনে এক স্থায়ী আতঙ্কে পরিণত হয়েছে। একের পর এক মাজার-দরগায় হামলা, ভাঙচুর, কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে ফেলা এবং রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো উদ্বেগজনক।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে এসব ঘটনার উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের বগুড়া জেলা শাখা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

এসময় জোটের নেতারা এই ঘটনাগুলোকে একটি সংগঠিত চক্রান্ত বলে উল্লেখ করেছেন। তারা বলেন, ‘একটি চিহ্নিত ধর্মান্ধ গোষ্ঠী ধর্মীয় উগ্রতাকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গণ-অভ্যুত্থানের পর থেকে তারা পরিকল্পিতভাবে সহিংসতা চালাচ্ছে, কিন্তু সরকার কার্যকর পদক্ষেপ না নিয়ে শুধু বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করছে।’

তারা অভিযোগ করেন, সরকার মাঝে মাঝে এই মবকে 'প্রেসার গ্রুপ' হিসেবে উল্লেখ করে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এর ফলে এই গোষ্ঠী আরও বেপরোয়া হয়ে উঠছে। নেতারা মনে করেন, এই ধরনের ধর্মীয় উগ্রবাদ ও মবকে 'প্রেসার গ্রুপ' নয়, বরং 'জাতীয় হুমকি' হিসেবে চিহ্নিত করা উচিত এবং সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার।

বক্তারা বলেন, ‘দেশে ধর্মীয় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, যা রুখতে জনগণের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।’

সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের বগুড়ার সমন্বয়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু বলেন, ‘রাজবাড়ী, রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তথাকথিত তৌহিদী জনতা ও বিভিন্ন নামে উগ্রবাদী গোষ্ঠী মব সন্ত্রাস চালাচ্ছে।’ তিনি বলেন, ‘সরকারের কাজ শুধু বিবৃতি দেয়া নয়, বরং এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া এবং জড়িতদের বিচার করা।’

বাম গণতান্ত্রিক জোটের বগুড়া শাখার সদস্যসচিব অ্যাডভোকেট দিলরুবা নূরী বলেন, ‘সরকারকে শুধু পর্যবেক্ষকের ভূমিকা পালন না করে মব সন্ত্রাস বন্ধ, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বগুড়ার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সিপিবি বগুড়ার সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, বাসদ এর জেলা শাখার সদস্য সাইফুজ্জামান টুটুল ও মাসুদ পারভেজসহ আরও অনেকে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ