সেনা নিরাপত্তায় সাজেক থেকে সরানো হলো আটকা পড়া পর্যটকদের
খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া ২ হাজারেরও বেশি পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তায় জেলা শহরে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার পর তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
এর আগে দুপুরে সেনাবাহিনী পর্যটকদের সাজেক থেকে খাগড়াছড়িতে আনার উদ্যোগ নেয়। তবে শহরে সংঘর্ষ দেখা দিলে প্রথমে তাদের দীঘিনালা সেনা জোনে রাখা হয়। বিকেলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে কৃষি গবেষণা এলাকায় স্থানান্তর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেনা প্রহরায় পর্যটকবাহী গাড়িগুলো শহর ত্যাগ করে।
সংঘর্ষের পর শহরের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পর্যটকদের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামগামী বাসগুলোও বিশেষ ব্যবস্থায় ছেড়ে দেয়া হয়।
দিনের বেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে এবং ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙিনালায় এক মারমা স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর বুধবার থেকে জুম্ম ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। বৃহস্পতিবার আধাবেলা অবরোধ, শুক্রবার মহাসমাবেশ এবং শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে