Views Bangladesh Logo

সিলেটের উৎমাছড়া থেকে জোরপূর্বক পর্যটকদের বের করে দেয়ার অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

সিলেটে ভ্রমণে আসা পর্যটকদের উৎমাছড়া পর্যটনকেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (৮ জুন) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চরারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরপরই এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন ঈদ আনন্দ উদযাপনে সিলেটের স্থানীয় ও সিলেটের বাহিরের বিভিন্ন এলাকার পর্যটকেরা ভ্রমণে এসে আনন্দ করছিলেন উৎমাছড়া পর্যটনকেন্দ্রে। এ সময় স্থানীয় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা এসে তাদের বাধা দেন।

ভাইরাল ভিডিওতে বলতে শোনা যায়, এই এলাকার আলেম-ওলামা ও স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছে উৎমাছড়াকে পর্যটন করা যাবে না।

ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, স্থানীয় ধর্মীয় নেতা এবং বাসিন্দারা যৌথভাবে এই এলাকাটি পর্যটন স্থান হিসেবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, মদ্যপান এবং অনৈতিক আচরণ এখানকার পরিবেশকে দূষিত করছে। আমরা আপনাদের অনুরোধ করছি চলে যেতে।

ভিডিওতে যুব জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি রুহুল আমিন সিরাজীকে বলতে শোনা যায়, আপনাদেরকে আমরা সম্মানের সাথে অনুরোধ করে বলছি আগামীতে কোনদিন আপনার এখানে আসবেন না এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাইকে জানিয়ে দিবেন উৎমাছড়াকে পর্যটন হিসাবে বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

মুফতি রুহুল আমিন সিরাজীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জানান, উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ঘটনাটি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, ইউএনও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে আমাদের কাছে প্রতিবেদন জমা দেবেন।

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং আশা করি এটি পর্যটকদের এলাকাটি পরিদর্শনে নিরুৎসাহিত করবে না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ