জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পজিটিভ ইমেজ আছে। দল-মত নির্বিশেষে সব মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। এই কারণেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই অংশগ্রহণ করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তাই খুব সংক্ষিপ্ত সফর করেছেন। এটা একটি শিষ্টাচারের অংশ; এর বেশি অর্থ খুঁজে দেখার প্রয়োজন নেই।’
উপদেষ্টা আরও বলেন, জয়শঙ্করের সঙ্গে তার আলোচনায় কোনো রাজনৈতিক বিষয় ছিল না। সব আলাপ সবার সামনেই সম্পন্ন হয়েছে এবং সেখানে দ্বিপাক্ষিক কোনো আলোচনা হয়নি।
দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটার উত্তর আপনাদের ভবিষ্যতে খুঁজতে হবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে