বই পড়া
পাঠকের রূপান্তর, লেখকের দুর্ভাবনা
পাঠকের রূপান্তর, লেখকের দুর্ভাবনা
আগের মতো এখন আর কেউ বইয়ের পাতা উল্টে গল্প-উপন্যাস পড়তে পড়তে চোখের জলে বালিশ ভিজায় না। এখন চোখ রাখে টিভি বা হাতের তালুতে রাখা মোবাইল ফোনের স্ক্রিনে। কে আর কষ্ট করে পড়ে সাদা কালো অক্ষরে রঙিন কল্পলোকে ঘুরতে চায়? এক লেখক আর এক লেখককে বলেন, কী হবে ভাই এত লিখে, কেউ তো ওসব পড়ে না।