নাগপুর
সম্ভাবনার দাবা, হতাশার দাবা!
সম্ভাবনার দাবা, হতাশার দাবা!
জর্জিয়ার বাটুমিতে দিব্যা দেশমুখ উদীয়মান অনেক ভারতীয় দাবাড়ুর স্বপ্নের বীজ বপন করলেন। ১৯ বছর বয়সে প্রথম ভারতীয় নারী হিসেবে জিতলে বিশ্ব দাবা সংস্থা (ফিদে) ওয়ার্ল্ড কাপ। মহারাষ্ট্রের নাগাপুরে জন্ম নেওয়া এ দাবাড়ু বিশ্বকাপের সঙ্গে গ্র্যান্ডমাস্টার (জিএম) খেতাবও পেলেন। এ নিয়ে চতুর্থ নারী জিএম পেল ভারত। নারী পুরুষ মিলিয়ে সংখ্যাটা ৮৮। দেশটি প্রথম জিএম পেয়েছিল ১৯৮৮ সালে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথান আনন্দকে দিয়ে দাবার এলিট ক্লাবে পথচলা শুরু। ২০১৮ সালে জিএম সংখ্যা ৫০ ছাড়িয়েছে, ২০২৫ সালের জুলাইয়ে এসে ৮৮ জনে পৌঁছেছে। বাংলাদেশ সর্বশেষ গ্র্যান্ডমাস্টার পেয়েছে আজ থেকে ১৭ বছর আগে, ২০০৮ সালে। একটা সময় পিছিয়ে থাকা ভারতের উত্থানের বিপরীতে বিস্ময়করভাবে নিচে নেমেছে বাংলাদেশের দাবা। কী কারণে উল্টারথে চলা?