নাদিম মাহমুদ
কবিতা যাতে হারিয়ে না যায়, সেই ভাবনা থেকে মলাটে আবদ্ধ করেছি
কবিতা যাতে হারিয়ে না যায়, সেই ভাবনা থেকে মলাটে আবদ্ধ করেছি
কবি নাদিম মাহমুদের কবিতা লেখা শুরু স্কুলজীবন থেকে। এবারের বইমেলায় জাগতিক প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে এই তরুণ কবির তৃতীয় কাব্যগ্রন্থ ‘নীল পাঁজর পুঁতেছি সরু গলিতে’। তার কবিতা ভাবনা, লেখালেখি, বইমেলা ইত্যাদি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন ভিউজ বাংলাদেশের মাহফুজ সরদার।