টঙ্গীতে গোডাউনে অগ্নিকাণ্ড: দুই ফায়ার ফাইটার শতভাগ দগ্ধ
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ফায়ার সার্ভিস সদস্য দগ্ধ হয়েছেন। এর মধ্যে দুইজনের শরীর সম্পূর্ণ পুড়ে গেছে। বর্তমানে তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুই ফায়ার ফাইটারের শরীরের শতভাগ, একজনের ৪২ শতাংশ এবং আরেকজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দগ্ধদের মধ্যে অফিসার জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ, ফায়ার ফাইটার নুরুল হুদা ও শামীম আহম্মদের ১০০ শতাংশ এবং জয় হাসানের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের কর্মীরা যথারীতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিন্তু তারা জানতেন না, এটি রাসায়নিক গোডাউন। কাজ শুরু করার পরপরই বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং আমাদের চার সদস্য গুরুতর দগ্ধ হন।
সোমবার বিকাল ৩টার দিকে টঙ্গীর সাহারা মার্কেটের ওই সেমিপাকা টিনশেড গোডাউনে আগুন লাগে। পৌনে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। টানা তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বিস্ফোরণে চার ফায়ার ফাইটারসহ মোট পাঁচজন দগ্ধ হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে