Views Bangladesh Logo

টঙ্গীতে তুলার গোডাউনের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত সাতটি তুলার গুদাম পুড়ে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সকাল ১১টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১১টা ৪৯ মিনিটে টঙ্গী, জয়দেবপুর ও গাজীপুর স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আব্দুল মান্নান মিয়ার গুদামে আগুন লাগে, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন ও জহিরুল ইসলামের মালিকানাধীন গুদামগুলোতেও। আগুনের তীব্রতায় আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ