Views Bangladesh Logo

বিয়ে করলেন সামান্থা

তেলুগু সুপারস্টার সামান্থা রুথ প্রভু সোমবার সকালে কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুকে বিয়ে করেছেন। ইনস্টাগ্রামে নিজের বিয়ের মুহূর্তগুলোর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে নবদম্পতিকে লিঙ্গা ভৈরবি মন্দিরে আশীর্বাদ নিতে দেখা গেছে। মাত্র ৩০ জন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্য উপস্থিত ছিলেন এই ঘরোয়া আয়োজনে।

২০২৪ সালের শুরু থেকেই সামান্থা ও রাজের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যায়। গত কয়েক মাসে তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে। এমনকি সামান্থা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও রাজকে নিয়ে বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন।

এই জুটি একসঙ্গে কাজও করেছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-এ রাজ নিদিমোরু ছিলেন নির্মাতাদের একজন, আর সেই সিরিজেই অভিনয় করেছেন সামান্থা। এছাড়া ‘সিটাডেল: হানি মনি’ প্রজেক্টেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে গোয়ায় দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। চার বছর পর গেল বছর শোভিতাকে বিয়ে করেন নাগা চৈতন্য। প্রাক্তন স্বামীর বিয়ের পর দীর্ঘদিন মানসিক আবসাদে ভুগেছেন সামান্থা। এরপর চলতি বছরের শুরু থেকে রাজের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে। অতীত ভুলে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন সামান্থা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ