টয়লেটের ত্রুটিতে মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরল বিমান
উড্ডয়নের এক ঘণ্টা পর টয়লেটের ফ্লাশ সিস্টেমে ত্রুটি ধরা পড়ায় মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবীগামী ফ্লাইট বিজি ৩২৭।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১২টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই তিনটি টয়লেটের ফ্লাশ নষ্ট হয়ে যায়। যাত্রীদের অসুবিধা বিবেচনায় পাইলট ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। রাত ১টা ৩১ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।
পরে রাত ৩টা ৩৮ মিনিটে যাত্রীদের বিকল্প বিমানে আবুধাবি পাঠানো হয়। ওই বিকল্প বিমানটি মূলত সকাল ১১টা ৩০ মিনিটে ব্যাংককগামী ফ্লাইট (বিজি ৩৮৮) পরিচালনার কথা ছিল। ফলে ব্যাংকক ফ্লাইটটি বিলম্বিত হয়ে শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে ছাড়ার কথা রয়েছে।
সাম্প্রতিক সময়ে বিমান বাংলাদেশের ফ্লাইটে একাধিকবার মাঝপথে ফিরে আসার ঘটনা ঘটেছে। ৬ আগস্ট ব্যাংককগামী ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের কারণে এবং ২৮ জুলাই দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর প্রযুক্তিগত ত্রুটির কারণে ঢাকায় ফিরে আসে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘটনার তদন্ত চলছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে