তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা সংকটাপন্ন: চিকিৎসক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। স্কয়ার হাসপাতালের চিকিৎসক এবং তোফায়েল আহমেদের মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. তৌহিদুজ্জামান বলেন, ‘তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং সংকটজনক।’ এই হৃদরোগ বিশেষজ্ঞ আরও বলেন, ‘তার হৃদযন্ত্র সচল থাকলেও সামগ্রিক অবস্থার অবনতি হচ্ছে। তবে তিনি যে অতি সংকটজনক অবস্থায় আছেন, তাতে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম।’
ডা. তুহিন বলেন, তিনি এখনো লাইফ সাপোর্টে আছেন। তার শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে প্রায় দশ দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ এই নেতা।
এদিকে শনিবার রাতে কোনো কোনো সংবাদমাধ্যমে তোফায়েল আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও সেই খবর সত্য নয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে হাসপাতালের কাস্টমার কেয়ার প্রতিনিধি মোরশেদুল সংবাদমাধ্যমকে বলেন, ‘এ ধরনের খবর গত এক সপ্তাহ ধরেই ছড়াচ্ছে। আমাদের কাছেও অনেকে ফোন করে বিষয়টি জানতে চাইছেন।’
মোরশেদুল আরও জানান, ‘তিনি আমাদের হাসপাতালে সিসিইউতে ভর্তি আছেন। তার সর্বশেষ পরিস্থিতি যারা চিকিৎসা দিচ্ছেন, তারাই বলতে পারবেন। তবে খারাপ কিছু হলে অবশ্যই আমাদের জানাবেন, সেই সময় সাংবাদিকরাও জানতে পারবেন।’
তার পরিবারের এক সদস্য জানান, কয়েক বছর ধরেই তোফায়েল আহমেদ হুইলচেয়ারে চলাফেরা করেন। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় এবং বাঁ হাত ও পা অবশ হয়ে পড়ায় তিনি চলাফেরায় অক্ষম হয়ে পড়েন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে