Views Bangladesh Logo

হাসপাতালে ভর্তি তোফায়েল আহমেদ

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায় পরিবারের উদ্যোগে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) পরিবারের এক সদস্য বিষয়টি নিশ্চিত করে বলেন, 'তোফায়েল আহমেদের স্বাস্থ্য ভালো নয়। তিনি হাসপাতালে ভর্তি। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।'

কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করছেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একটি অংশ প্যারালাইজড হয়ে গেছে এবং তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

নয়বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদ সর্বশেষ ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ভয়াবহ স্ট্রোকের কারণে তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে গেছে। স্মৃতিভ্রষ্টতায় তিনি চারপাশ চিনতে অক্ষম, কথা বলতে পারছেন না এবং খাওয়াদাওয়াও কমে গেছে। ফলে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন। অধিকাংশ সময় তিনি শয্যাশায়ী থাকেন এবং জটিলতার কারণে প্রায়ই হাসপাতালে ভর্তি হতে হয়। অবস্থা এতটাই গুরুতর যে, বিদেশে চিকিৎসার জন্য নেওয়া সম্ভব নয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ