Views Bangladesh Logo

খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি

খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখায় ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ অগাস্ট) রাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

চুরির এই বিষয়টি প্রথম নজরে আসে শুক্রবার রাত ১০টার দিকে, যখন ব্যাংকের নিরাপত্তা প্রহরীরা দেখতে পান প্রধান প্রবেশদ্বারের কলাপসিবল গেটটি ভাঙা অবস্থায় রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে ব্যাংক ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্ট থেকে মোট ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরি হয়েছে।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, শুক্রবার রাতে ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় ব্যাংকের তিন নিরাপত্তা প্রহরী—আফজাল, আবুল কাশেম ও তারিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ