Views Bangladesh Logo

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে তারা কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখে। এতে গুলশান-১, আমতলি, জাহাঙ্গীর গেট ও মহাখালীর মধ্যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ভোগান্তি এড়াতে গুলশান ট্রাফিক ডিভিশন যানবাহন চলাচলে বিকল্প রুটের পরামর্শ দিয়েছেন।

গুলশান ট্রাফিক ডিভিশনের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গাড়ি চালকদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। পুলিশ কিছু বিকল্প রুট নির্ধারণ করেছে:

উত্তরা থেকে গুলশান-১: আমতলি হয়ে গুলশান-১-এ যেতে হলে গাড়িগুলোকে কাকলিতে বাম দিকে মোড় নিয়ে গুলশান-২ হয়ে যেতে হবে (পুলিশ প্লাজা রুট)।

জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে গুলশান-১: আমতলি হয়ে গুলশান-১-এর দিকে যাওয়ার জন্য গাড়িগুলোকে উত্তর দিকে সোজা গিয়ে বনানী কবরস্থানের কাছে (ছোট গাড়ির জন্য) অথবা আর্মি স্টেডিয়ামের কাছে (বড় গাড়ির জন্য) ইউ-টার্ন নিয়ে গুলশান-২ হয়ে এগিয়ে যেতে হবে।

ফ্লাইওভার ব্যবহার: উত্তর দিক থেকে আসা গাড়িগুলো মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেটে পৌঁছাতে পারে এবং জাহাঙ্গীর গেট থেকে উত্তরে যেতে হলে ফ্লাইওভার ব্যবহার করতে হবে।

পুলিশ গাড়ি চালকদের অনুরোধ করেছে, এই নির্ধারিত রুটগুলো অনুসরণ করে বিক্ষোভ এলাকা এড়িয়ে চলতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ