Views Bangladesh Logo

ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাচ্ছে বাঘিনীরা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে আগামী ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দুই বোর্ড সূচি চূড়ান্ত করতে কাজ করছে বলে সংবাদ মাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।

সিরিজ দুটি কলকাতা এবং কটকে হতে পারে বলে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। আইসিসির এফটিপির অংশ এই সিরিজ। এর মধ্যে ওয়ানডে সিরিজটি দুই দলের জন্যই পরবর্তী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।

সিরিজের পরিকল্পনার বিষয়ে বিসিবির কর্মকর্তা বলেছেন, ‘সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে যে খসড়া সূচি করা হয়েছে, সে অনুযায়ী ১৪-১৫ ডিসেম্বরের দিকে আমরা ভারতে যাবো। আমরা স্বাগতিকদের এভাবেই সূচি চূড়ান্ত করতে বলেছি।’

ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ভারত। বাংলাদেশ টুর্নামেন্টে সপ্তম হয়ে শেষ করেছে। এবারের বিশ্বকাপে সরাসরি জায়গা পায়নি বাংলাদেশ। বাছাইপর্ব খেলতে হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার লড়াই শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ