Views Bangladesh Logo

জন্মাষ্টমীর উদযাপন ঘিরে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

 VB  Desk

ভিবি ডেস্ক

নাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর দিন রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠান হবে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে। আগামী ১৬ আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আয়োজনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করেছে।

মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে জন্মাষ্টমীর শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, শোভাযাত্রা ও অন্যান্য অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনী, সিটি করপোরেশন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সভায় সিসি ক্যামেরা স্থাপন, আর্চওয়ে নির্মাণ, শোভাযাত্রার নির্ধারিত সময়ানুযায়ী সূচনা ও সমাপ্তি, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন এবং অন্যান্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ