আফগানদের হারিয়ে যুব এশিয়া কাপে শুভসূচনা টাইগারদের
বিশাল লক্ষ্য দেখেও ভড়কে না গিয়ে পাল্টা আক্রমণ চালায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জাওয়াদ আবরারের সেঞ্চুরি মিস হলেও তার সঙ্গে রিফাত বেগের দৃঢ় ব্যাটিংয়ে যুব এশিয়া কাপে শুভসূচনা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন যুব টাইগাররা। শনিবার দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ।
আগে ব্যাট করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ফয়সালের সেঞ্চুরিতে ৭ উইকেটে তোলে ২৮৩ রান। জবাবে ২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জাওয়াদ ও রিফাতের ব্যাটে ভর করে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ব্যাট করতে নেমে ১৬ রানে প্রথম উইকেট হারায় আফগান যুবারা। এরপর দ্বিতীয় উইকেটে ৬৬ ও তৃতীয় উইকেটে ৯৩ রানের দুটি জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে তোলে তারা। ওপেনার উসমান সাদান ৩৪ রান করেন। তিন নম্বরে নামা ফয়সাল ৯৪ বলে ১০৩ রানের দারুণ ইনিংস খেলেন, যেখানে ছিল আটটি চার ও চারটি ছক্কা। মিডল অর্ডারে উজাইরুল্লাহ নিয়াজাই ৫৫ বলে ৪৪ এবং আজিজুল্লাহ মিয়াখিল ৩৬ বলে ৩৮ রান করেন। শেষদিকে আব্দুল আজিজ ১৬ বলে ২৬ রান যোগ করেন।
আফগানদের সামনে সাতজন বোলার ব্যবহার করেও বড় সাফল্য পায়নি বাংলাদেশ। পেসার ইকবাল হোসেন ইমন ১০ ওভারে ৬৩ রান দিয়ে ২ উইকেট নেন। শাহরিয়ার আহমেদ ৮ ওভারে ৪৩ রান খরচায় ২ উইকেট দখল করেন। সাদ ইসলাম, সামিউল বাশির ও রিজান হোসেন নেন একটি করে উইকেট।
রান তাড়ায় বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন তারা। উদ্বোধনী জুটিতে আসে ১৫১ রান। ৬৮ বলে ৬২ রান করে রিফাত বেগ আউট হলে ভাঙে এই জুটি। এরপর এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে এগোলেও দলীয় ১৭০ রানে রুহউল্লাহ আরবের বলে আউট হন জাওয়াদ। ১১২ বলে ৯টি চার ও ৬টি ছক্কায় সাজানো তার ৯৬ রানের ইনিংসটি থামে সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে।
এরপর দায়িত্ব নেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৬৬ রান। কালাম ২৯ রানে ফিরলেও দলকে জয়ের পথে এগিয়ে নেন অধিনায়ক তামিম। তবে তিনিও ফিফটি থেকে তিন রান দূরে থাকতে ৪৮ বলে ৪৭ রান করে আউট হন।
শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও শেখ পারভেজ জীবনের ১৩ রান এবং শাহরিয়ার আহমেদের ব্যাটে আসা উইনিং রানে ৩ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে