Views Bangladesh Logo

ঘরে ফিরলেন টাইগাররা

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশের মাটিতে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং ও বোলিং নৈপুণ্যে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। দীর্ঘ সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজে প্রত্যাশা পূরণ না হলেও শেষদিকে টি-টোয়েন্টি জয়ে সফরের একটি সুখকর পরিণতি পেয়েছে বাংলাদেশ।

সফর শেষ হওয়ার একদিন পর, বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। খেলোয়াড়দের সঙ্গে ফিরেছেন দলের কোচিং স্টাফরাও।

তবে শ্রীলঙ্কা সফর শেষ হলেও বিশ্রামের সুযোগ তেমন নেই। আগামীকাল থেকেই আবার অনুশীলনে ফিরবে টাইগাররা। কারণ সামনে অপেক্ষা করছে আরেকটি চ্যালেঞ্জ—পাকিস্তান সিরিজ।

বাংলাদেশ আগামী ২০, ২২ ও ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ