Views Bangladesh Logo

লঙ্কানদের বিপক্ষে জয়ে সুখবর পেল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে সিরিজে ১-১ সমতায় ফেরার পাশাপাশি আইসিসি থেকে সুখবর পেল মিরাজ-শান্তরা। সুখবরটি হলো ২ রেটিং পয়েন্ট বেড়ে ৭৮ পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠে এসেছে টাইগাররা। এই সিরিজ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ের দশম স্থানে ছিল বাংলাদেশ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত হাফ সেঞ্চুরির সুবাদে ২৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। তবে তানভীর ইসলামের ক্যারিয়ার সেরা ৫ উইকেট, মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ রানে হার মানে স্বাগতিকরা।

এই জয় শুধু সিরিজে সমতাই ফেরায়নি, বাংলাদেশের র‌্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব ফেলেছে। চলতি বছরের মে মাসে আইসিসির বাৎসরিক হালনাগাদে ৮ ম্যাচে মাত্র এক জয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়ে ৭৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসির র‌্যাঙ্কিংয়ে সর্বশেষ এক বছরের পারফরম্যান্সকে শতভাগ এবং আগের দুই বছরের ফলাফলের ৫০ শতাংশ বিবেচনায় নেয়া হয়। এই জয়ের ফলে ২ রেটিং পয়েন্ট বাড়ায় ৯ নম্বরে উঠে আসে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশের নিচে নামতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। বর্তমানে তাদের অবস্থান ১০ নম্বরে।

এদিকে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট কমে ১০২ হয়েছে, যার ফলে তারা এক ধাপ পিছিয়ে ৫ নম্বরে নেমে গেছে। এই পরিবর্তনের পরোক্ষ সুবিধা পেয়েছে পাকিস্তান, যারা শীর্ষ পাঁচে তাদের অবস্থান ধরে রেখেছে।

এ ছাড়া আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া রয়েছে।

ক্রিকেটপ্রেমীরা এখন ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের দিকে তাকিয়ে। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ রেটিং পয়েন্ট আরও বাড়িয়ে র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারবে বলে আশা করছেন সমর্থকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ