Views Bangladesh Logo

গণভোটের প্রতীক টিক চিহ্ন: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলের যেমন প্রতীক থাকে, গণভোটেরও একটি প্রতীক রয়েছে—তা হলো টিক চিহ্ন। সবাইকে গণভোটে এই প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে রাজশাহী বিভাগের গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, মৌলিক পরিবর্তনকে আইনি, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে গণভোট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই গণভোটের মধ্য দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদ নির্বাচিত হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো—নিজের ও সন্তানের ভবিষ্যৎ কী হবে। তিনি প্রশ্ন তোলেন, মানুষ কি আবার সন্তানদের রাজপথে গুলিতে মরতে দেখতে চায়, নাকি একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বহুমাত্রিক দেশ—ধর্ম, বর্ণ ও অঞ্চলের ভিন্নতা রয়েছে। মতের পার্থক্য থাকলেও ভবিষ্যৎ রাষ্ট্র কেমন হবে, সে বিষয়ে সবাইকে এক জায়গায় আসতে হবে। গত ৫৪ বছরে বহু আন্দোলন, প্রাণহানি ও ত্যাগের মধ্য দিয়ে দেশ এগিয়েছে। এখন যে সুযোগ এসেছে, তা যেন হেলাফেলা না করা হয়—এ আহ্বান জানান তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত, তাদের প্রয়োজন একটি সুস্পষ্ট পথরেখা। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই জুলাই জাতীয় সনদের অধিকাংশ বিষয় তৈরি হয়েছে। গণভোটের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মৌলিক ভিন্নমত নেই বলেও তিনি দাবি করেন।

গণভোটের প্রতীক নিয়ে বিভ্রান্তি দূর করতে তিনি বলেন, “অনেকে প্রশ্ন করেন—দলের তো প্রতীক আছে, গণভোটের প্রতীক কী? গণভোটের প্রতীক টিক চিহ্ন। সবাইকে বলুন, সেখানে ভোট দিন।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যৎ অগ্রগতির পথ উন্মুক্ত হবে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এছাড়া রাজশাহী বিভাগের সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ