Views Bangladesh Logo

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় শনিবার রাতে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে তাদের নিজ বাড়ি থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিহত মুক্তিযোদ্ধা হলেন যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুবর্ণা রায় (৬০)। যোগেশ চন্দ্র রায় ওই এলাকার রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। রোববার (৭ ডিসেম্বর) পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দম্পতি দুজনই বাড়িতে একা থাকতেন। তাদের দুই ছেলে পুলিশের চাকরিতে রয়েছেন—একজন জয়পুরহাটে এবং অন্যজন ঢাকায় কর্মরত।

ভুক্তভোগী পরিবারের গৃহকর্মী দীপক রায় জানান, তিনি রোববার সকালে স্বাভাবিকভাবে কাজ করতে এসে কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় সিঁড়ি দিয়ে ঘরে উঠে তিনি দম্পতির মৃতদেহ দেখতে পান।

ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ প্রশাসনের কর্মকর্তারা। পুলিশ ঘটনাটির কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ