Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৯৪ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৬২৭ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে), ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুরে চার এবং সিলেট বিভাগে পাঁচ জন রয়েছেন।

তিন জনের মধ্যে দুই জন ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে, অন্যজন টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এই সময়ে ৫৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৪০৮ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ