খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে সংঘর্ষে নিহত ৩
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুল শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ৩ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন।
পুলিশ চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক আহসান হাবিব পলাশ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে।
জুম্ম ছাত্র-জনতার অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আজ তৃতীয় দিনে প্রবেশ করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা জানায়, গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন পাহাড়ি নিহত এবং ১৩ সেনাসদস্য, ৩ পুলিশ সদস্যসহ আরও অনেকে আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং কোনো অপরাধী ছাড় পাবেন না।
খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ সাবেরও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সদর হাসপাতালে ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে এবং তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আহত ৪ জনও হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সকাল থেকে খাগড়াছড়িতে স্থানীয় ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। শহরজুড়ে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। তার পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় সন্দেহভাজন শয়ন শীলকে আটক করা হয়েছে এবং আদালত তাকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে