পটুয়াখালীতে বাস ও র্যাবের গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় যাত্রীবাহী বাস ও র্যাবের গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন দুই বছরের এক শিশু, একজন নারী ও র্যাবের গাড়িচালক। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পটুয়াখালী সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া জানান, গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের সিএমএইচ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে কুয়াকাটাগামী র্যাব-৮ এর একটি গাড়ি এবং বিপরীত দিক থেকে আসা কুয়াকাটা-বরিশাল রুটের ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় যানবাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই র্যাব সদস্যের দুই বছরের কন্যা, গাড়িচালক আলিম (৪২) ও নারী যাত্রী আফরোজা (৩৫) মারা যান।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। র্যাবের গাড়ি থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা গুরুতর। রক্তক্ষরণ, হাড়ভাঙা ও মাথায় আঘাতের কারণে তাদের বরিশালে স্থানান্তর করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে