হজের তিন প্যাকেজ ঘোষণা, কমানো হয়েছে বিমানের ভাড়া
সরকার হজ ২০২৬-এর জন্য তিনটি পৃথক প্যাকেজ ঘোষণা করেছে, যার খরচ হাজিদের আবাসন ও সুবিধার ওপর ভিত্তি করে ৪,৬৭,১৬৭ টাকা থেকে ৬,৯০,৫৯৭ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্যাকেজ ঘোষণা করা হয়। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন জানান, আগের মতোই এবারও বিপুল সংখ্যক বাংলাদেশি হজযাত্রী পবিত্র হজ পালন করবেন এবং সরকারের ব্যবস্থাপনায় তিনটি পৃথক প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।
হজ প্যাকেজ-১
এই প্যাকেজে হজযাত্রীদের মক্কার হারাম শরিফ থেকে ৭০০ মিটারের মধ্যে এবং মদিনার কেন্দ্রীয় মার্কাজিয়া এলাকায় রাখা হবে। কক্ষগুলোতে সর্বোচ্চ পাঁচজন থাকবেন এবং সঙ্গে থাকবে সংযুক্ত বাথরুম। মিনায় তাঁবুগুলো থাকবে জোন-২ এ, খাবার সরবরাহ করবে মুয়াল্লিম এবং মিনায় ও আরাফাতে ‘ডি+’ ক্যাটাগরির সেবা দেওয়া হবে। এই প্যাকেজের খরচ ৬,৯০,৫৯৭ টাকা।
হজ প্যাকেজ-২
এই প্যাকেজে হজযাত্রীদের মক্কার হারাম শরিফ থেকে ১.২ থেকে ১.৮ কিলোমিটারের মধ্যে এবং মদিনার মার্কাজিয়া এলাকায় রাখা হবে। কক্ষগুলোতে সর্বোচ্চ ছয়জন থাকবেন, সঙ্গে সংযুক্ত বাথরুম। মিনায় তাঁবুগুলো থাকবে জোন-২ এ, খাবার সরবরাহ করবে মুয়াল্লিম এবং মিনায় ও আরাফাতে ‘ডি’ ক্যাটাগরির সেবা দেওয়া হবে। এই প্যাকেজের খরচ ৫,৫৮,৮৮১ টাকা।
প্যাকেজ-১ এবং প্যাকেজ-২ উভয়ের ক্ষেত্রে অতিরিক্ত খরচ প্রদান সাপেক্ষে দুই বা তিন আসনের রুম আপগ্রেড এবং স্বল্পমেয়াদি প্যাকেজ নেওয়ার সুযোগ থাকবে। সৌদি আরবে অবস্থানের সময়সীমা হবে ৩৫ থেকে ৪৭ দিনের মধ্যে, আর স্বল্পমেয়াদি প্যাকেজ হবে ২২ থেকে ৩০ দিনের মধ্যে।
হজ প্যাকেজ-৩
এটি সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ। হাজিদের মক্কার আজিজিয়াহ এলাকায় এবং মদিনার কেন্দ্রীয় মার্কাজিয়া এলাকার বাইরে আবাসনের ব্যবস্থা করা হবে। কক্ষগুলোতে সর্বোচ্চ ছয়জন থাকবেন। মিনায় তাঁবুগুলো থাকবে জোন-৫ এ, খাবার সরবরাহ করবে মুয়াল্লিম এবং মিনায় ও আরাফাতে ‘ডি’ ক্যাটাগরির সেবা দেওয়া হবে। হারাম শরিফে নামাজের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা থাকবে। এই প্যাকেজের খরচ ৪,৬৭,১৬৭ টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্যাকেজটি সরকারিভাবে নতুন সংযোজন। আগে কখনো বাংলাদেশি হাজিদের আজিজিয়াহ এলাকায় রাখা হয়নি, যদিও ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মালয়েশিয়ার হাজিরা দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছেন। সৌদি কর্তৃপক্ষ মক্কায় বাংলাদেশি হাজিদের জন্য ব্যবহৃত হোটেলগুলো ভেঙে ফেলেছে, ফলে আজিজিয়াহকে নতুন নির্ধারিত এলাকা করা হয়েছে।
এছাড়া বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য ‘প্রাইভেট ম্যানেজমেন্টে সাধারণ প্যাকেজ’ নামে একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, যার খরচ ৫,০৯,১৮৫ টাকা। এজেন্সিগুলো এই অনুমোদিত খরচের ভিত্তিতে আরও দুটি অতিরিক্ত প্যাকেজ চালু করতে পারবে। প্রতি হজযাত্রীকে খাবারের জন্য প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল ব্যয় করতে হবে, যা নিজ খরচে বহন করতে হবে।
এছাড়া ঘোষণা করা হয়, চাঁদ দেখা সাপেক্ষে হজ ২০২৬ অনুষ্ঠিত হবে ২৬ মে। এ বছর প্রায় ১,২৭,১৯৮ জন বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পাবেন। প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই এবং তা শেষ হবে ১২ অক্টোবর, সৌদি রোডম্যাপ অনুযায়ী। শারীরিক ও মানসিকভাবে সুস্থ ১২ বছর বা তার বেশি বয়সীরা যোগ্য হবেন। প্রাথমিক নিবন্ধনের জন্য ৩,৫০,০০০ টাকা জমা দিতে হবে এবং সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
হজ চুক্তি স্বাক্ষর হবে ৯ নভেম্বর, এরপর ২০২৬ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে বাড়িভাড়া ও পরিবহন চুক্তি চূড়ান্ত হবে। ভিসা ইস্যু শুরু হবে ৮ ফেব্রুয়ারি, আর হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে