Views Bangladesh Logo

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

বিভাগ ঘোষণার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন কুমিল্লা জেলার হাজারো মানুষ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৩টার দিকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে এই সমাবেশ শুরু হয়। জেলার ১৭টি উপজেলা থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্তরের মানুষ। এ সময় আন্দোলনকারীদেরকে কুমিল্লা বিভাগের পক্ষে স্লোগান দিতে শোনা যায়।

বৃহত্তর কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটি সভাপতি টিপু চৌধুরী। সমাবেশে বক্তব্য দেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও।

বক্তারা জোর দিয়ে বলেন, ঐতিহাসিকভাবে প্রাচীন ‘সমতট অঞ্চলের রাজধানী’ কুমিল্লা একটি ঐতিহ্য বহন করে। তারা উল্লেখ করেন, কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায় তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত।

বিক্ষোভকারীরা তাদের দাবিকৃত নতুন বিভাগের নামকরণ “কুমিল্লা বিভাগ” নামেই করার জোর দাবি জানান এবং বলেন, কুমিল্লা বিভাগের সঙ্গে যেসব জেলা থাকতে চায় না তাদেরকে বাদ রেখেও কুমিল্লা বিভাগ সম্ভব।

বিকেল পর্যন্ত এই বিক্ষোভ চলে এবং যতদিন না দাবি পূরণ হচ্ছে ততদিন অংশগ্রহণকারীরা রাস্তায় থাকার অঙ্গীকার করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ