সড়ক অবরোধে খাগড়াছড়িতে হাজারো পর্যটক আটকা
খাগড়াছড়ির সিঙিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে।
ভোর ৫টা থেকে শুরু হওয়া এ অবরোধ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে, আর এ সময় জেলায় ব্যাপক পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
অবরোধকারীরা আগুন জ্বালিয়ে ও গাছ, ইট, জ্বলন্ত টায়ার ফেলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে—বিশেষ করে চেঙ্গী ব্রিজ, চেঙ্গী স্কোয়ার ও নারায়ণ খাইয়া এলাকায়। দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ির অভ্যন্তরীণ সড়কগুলো, পাশাপাশি রামগড়, মানিকছড়ি ও গুইমারা আঞ্চলিক মহাসড়কগুলোতেও যান চলাচল বন্ধ রয়েছে।
যদিও শহরের ভেতরে সীমিত আকারে স্থানীয় যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার বাস, ঢাকাগামী রাতের কোচ, বিভিন্ন পয়েন্টে বন্ধ রয়েছে, ফলে হাজারো পর্যটক আটকা পড়েছেন।
পরিবহন নেতারা জানিয়েছেন, সাজেকসহ পর্যটনকেন্দ্রগুলোতে যাতায়াত বন্ধ রয়েছে এবং আন্তঃজেলা পরিবহন সম্পূর্ণভাবে স্থগিত।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, 'পুলিশ বিভিন্ন স্থানে মোতায়েন আছে এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রচেষ্টা চালানো হচ্ছে।'
জুম্ম স্টুডেন্ট কমিউনিটির উদ্যোগে শুরু হওয়া এ আন্দোলনে পরবর্তীতে ইউপিডিএফ-সমর্থিত সংগঠনগুলো, যেমন পাহাড়ি নারীনেত্রী সংস্থা ও পাহাড়ি ছাত্র পরিষদও সমর্থন জানিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে