এবারের ফলাফলে প্রকৃত চিত্র উঠে এসেছে: ঢাকা বোর্ডের চেয়ারম্যান
এসএসসি ও সমমান পরীক্ষার যে ফল প্রকাশিত হয়েছে সেটি প্রকৃত ও সত্য। কোনো ধরনের অতিরিক্ত নম্বর দেয়ার জন্য কাউকে বলা হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তিনি বলেন, সামগ্রিকভাবে এবারের ফলাফলে প্রকৃত চিত্র উঠে এসেছে।’
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান।
খন্দোকার এহসানুল কবির বলেন, ‘আগে কী হয়েছে সেটি আমরা বলব না। তবে, এখন যে তথ্য দিয়েছি সেটিই প্রকৃত। যা হয়েছে সেটি উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আমাদের কোনো হাত নেই। আমাদের ওপর মহল থেকে কোনো ধরনের চাপ ছিল না। আমাদের বলা হয়েছে, রেজাল্ট যেটা হবে সেটিই দিতে হবে। আমরাও পরীক্ষকদের এ অনুরোধ জানিয়েছি। তাদের যথার্থভাবে খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে।’
বিগত বছরগুলোর মতো এবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।
দেশের ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে চলে ১৩ মে পর্যন্ত। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে