Views Bangladesh Logo

'যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ চলছে': জাতিসংঘের ভাষণে ট্রাম্প

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দেশটি এখন 'স্বর্ণযুগ' পার করছে। ২০২০ সালের পর এই প্রথম নিউইয়র্কে জাতিসংঘ মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেন তিনি।

বক্তৃতার শুরুতেই সাবেক মার্কিন প্রশাসনের সমালোচনা করে ট্রাম্প বলেন, তার পূর্বসূরিরা দেশকে একের পর এক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। তবে তার নেতৃত্বে দ্বিতীয় মেয়াদের আট মাসেই যুক্তরাষ্ট্র আবার বিশ্বের সবচেয়ে আলোচিত ও সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়েছে।

তিনি বলেন, 'এটি নিঃসন্দেহে আমেরিকার সোনালি যুগ।' বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পণ্যে উচ্চশুল্ক আরোপের পর যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনামসহ অনেক দেশের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প আরও জানান, তার উদ্যোগেই ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো প্রতিরক্ষা খাতে ব্যয় জিডিপির ২% থেকে বাড়িয়ে ৫% করেছে। উপসাগরীয় অঞ্চলে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অংশীদারিত্বও জোরদার হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘকে অকার্যকর আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, 'জাতিসংঘ তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারছে না। তাদের বুলি ফাঁকা, ফাঁকা কথায় যুদ্ধের সমাধান হয় না।' জাতিসংঘ সদর দপ্তরের ভাঙা এসকেলেটর ও টেলিপ্রম্পটার নিয়েও কটাক্ষ করেন তিনি।

নিজেকে শান্তি প্রতিষ্ঠার দূত হিসেবে তুলে ধরে ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বেই সাতটি আন্তর্জাতিক সংঘাতের অবসান হয়েছে- যার মধ্যে রয়েছে কম্বোডিয়া-থাইল্যান্ড, কসোভো-সার্বিয়া, পাকিস্তান-ভারত, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া, আর্মেনিয়া-আজারবাইজান ও কঙ্গো-রুয়ান্ডা সংঘাত।

গাজায় চলমান যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, আলোচনার পক্ষগুলোকে এবার অবশ্যই সমঝোতায় পৌঁছাতে হবে। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, 'এটি হামাসের নৃশংসতার পুরস্কার। বরং যারা শান্তি চায়, তাদের সবাইকে এক হয়ে জিম্মিদের মুক্তির দাবিতে সোচ্চার হতে হবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ