Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে তৃতীয় দফায় আলোচনা আগামী সপ্তাহে: বাণিজ্য উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ ইস্যুতে আগামী সপ্তাহে ফের আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়া হয়েছে এবং প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

সোমবার (১৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আশা করি যুক্তরাষ্ট্র যৌক্তিক শুল্কহার নির্ধারণ করবে। বাংলাদেশ তার সক্ষমতা দিয়ে মার্কিন বাজারে ব্যবসা ধরে রাখতে পারবে।

গত ১১ জুলাই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুল্ক আলোচনার দ্বিতীয় দফা শেষ হয়। তবে দুই দেশের মধ্যে নন-ডিসক্লোজার চুক্তি থাকায় আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, শুল্ক আরোপ বাংলাদেশের জন্য বড় ধরনের অভিঘাত। সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে। ব্যবসায়ী সংগঠনগুলোর মতামত নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ব্যবসায়ীদের পক্ষ থেকে বিকেএমইএ সভাপতি মো. হাতেম বলেন, সরকার ট্যারিফ আলোচনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এগোচ্ছে। এ পর্যন্ত যেটুকু হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। তবে বিশ্ববাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় ৯ জুলাই পর্যন্ত তা স্থগিত করে। এ সময়ের মধ্যে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা করে।

গত ৮ জুলাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত জানালে নতুন করে আলোচনার তাগিদ তৈরি হয়।

এরপর থেকে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি সংস্থা ইউএসটিআই-এর সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। তবে এখনো সব বিষয়ে ঐকমত্য হয়নি।

সংবাদ সম্মেলনের আগে বাণিজ্য উপদেষ্টা দেশের শীর্ষ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের নিয়ে বৈঠক করেন। এতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, এপেক্স ফুটওয়্যার এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, র‍্যাপিড চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক, ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান ও এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী বৈঠকে অংশ নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ