৩৩ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী কেলি ম্যাক
জনপ্রিয় মার্কিন ধারাবাহিক দ্য ওয়াকিং ডেড-এ অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী কেলি ম্যাক আর নেই। মাত্র ৩৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরে নিজ বাসভবনে শনিবার (২ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে আক্রমণকারী বিরল টিউমার গ্লিওমা-তে আক্রান্ত ছিলেন এই অভিনেত্রী। ক্যারিংব্রিজ প্ল্যাটফর্মে দেওয়া পারিবারিক বিবৃতিতে জানানো হয়, শান্তিপূর্ণভাবেই বিদায় নিয়েছেন কেলি।
মঙ্গলবার কেলির ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন বার্তায় লেখা হয়, 'অতল দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমাদের প্রিয় কেলি আর আমাদের মাঝে নেই। এক উজ্জ্বল, প্রাণবন্ত আলোকছায়া পৃথিবী থেকে বিদায় নিয়েছে। যে পথে একদিন আমাদের সকলকেই যেতে হবে।'
তার মৃত্যুতে সহশিল্পী, বন্ধু ও অনুরাগীদের মাঝে নেমে এসেছে গভীর শোক। সহ-অভিনেত্রী আলানা মাস্টারসন সামাজিক মাধ্যমে লিখেছেন, 'কি অসাধারণ একজন মানুষ ছিলেন কেলি। আমরা শেষ পর্বে একসঙ্গে যে দৃশ্য করেছি, তা আমার জীবনের গর্বের অংশ হয়ে থাকবে।'
অভিনয়জীবনে কেলি ম্যাক ৩৫টির বেশি নাটক ও ধারাবাহিকে কাজ করেছেন এবং ৫টি প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি ‘চিকাগো মেড’ ধারাবাহিকে পেনেলোপ জ্যাকবস চরিত্রে ও ‘নাইন ওয়ান ওয়ান’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।
শুধু ধারাবাহিক নয়, কেলি কাজ করেছেন ড. পেপার, ডেইরি কুইন, রস স্টোরস ও চিক-ফিল-এ’র মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে। ছোটবেলায় জন্মদিনে উপহার পাওয়া একটি ভিডিও ক্যামেরা থেকেই তার অভিনয়জগতের প্রতি ভালোবাসা জন্ম নেয়।
ক্যারিংব্রিজ-এ দেওয়া পারিবারিক বিবৃতিতে আরও বলা হয়, 'কেলি ছিলেন অসাধারণ রকমের সৃজনশীল, সংবেদনশীল এবং সহানুভূতিশীল। আশেপাশের মানুষদের জন্য তিনি সবসময়ই ছিলেন প্রেরণার উৎস।'
তিনি হিন্সডেল সেন্ট্রাল বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ক্যালিফোর্নিয়ার চ্যাপম্যান বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও গণমাধ্যম বিভাগ থেকে চিত্রগ্রহণে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
মৃত্যুকালে কেলি রেখে গেছেন তার বাবা-মা ক্রিস্টেন ও লিন্ডসে ক্লেবেনো, বোন ক্যাথরিন, ভাই পার্কার, দাদা-দাদী লইস ও ল্যারি ক্লেবেনো এবং প্রেমিক লোগান ল্যানিয়ারের মতো প্রিয়জনদের।
পরিবারের শেষ বিবৃতিতে বলা হয়, 'চলচ্চিত্র ও নাট্যজগতে তার অবদান এবং যাদের জীবনে তিনি আলো ছড়িয়েছেন, তাদের হৃদয়ে কেলির স্মৃতি চিরজাগরুক থাকবে। তার প্রতিভা, সৌজন্য ও প্রাণবন্ত আত্মার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে