Views Bangladesh Logo

লাল শার্ট পরা ব্যক্তি নুরকে পেটায়নি: রাশেদ খান

 VB  Desk

ভিবি ডেস্ক

ণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে লাল শার্ট পরা ব্যক্তি যে মানুষটিকে পেটাচ্ছে, তিনি নুরুল হক নুর নন, বরং ছাত্রনেতা সম্রাট। লাল শার্ট পরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা দেয়ার সুযোগ নেই।

শনিবার (৩০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব কথা বলেন। তিনি বলেন, “সেনাবাহিনীর যারা নুরুল হক নুরের ওপর হামলা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী।”

প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ অন্তত চারজন আহত হন।

ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লাল শার্ট পরা এক ব্যক্তি কাউকে বেধড়ক মারধর করছেন। অনেকেই মন্তব্য করে দাবি করেন, তিনি নুরুল হক নুরকে পেটাচ্ছেন। তবে রাশেদ খান স্পষ্ট করেন, ভিডিওতে পিটুনি খাওয়া ব্যক্তি নুর নন, বরং ছাত্রনেতা সম্রাট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ