Views Bangladesh Logo

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের

ক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক ও নতুন রাজনৈতিক দলের নেতা থালাপতি বিজয় মাদুরাইয়ে নিজের দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’-এর সম্মেলনে দেয়া বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে সাড়া ফেলেছেন।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ দল হিসেবে আখ্যা দিয়ে ঘোষণা করেন, “এ লড়াই শুধু ক্ষমতার রাজনীতি নয়, বরং এক আদর্শগত যুদ্ধ।”

বিজয়ের অভিযোগ, বিজেপি ধর্মকে বিভাজনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং গণতন্ত্রকে দুর্বল করছে। তার ভাষায়, বর্তমান সময়ে বিজেপিই তার কাছে সবচেয়ে বড় আদর্শগত প্রতিপক্ষ।

ভারতের শীর্ষ সংবাদমাধ্যমগুলো—পিটিআই, এএনআই, এনটিভি, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস—বিজয়ের এই বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ রয়েছে, বিজেপির পাশাপাশি বিজয় ডিএমকেকেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলেছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, ডিএমকের সঙ্গে তার লড়াই সীমাবদ্ধ রাজনীতির ময়দানে, কিন্তু বিজেপির সঙ্গে সংঘাত মূলত আদর্শের স্তরে।

তার দলের মূলনীতি হলো—সমাজে সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার। যা বিজেপির অবস্থানের সম্পূর্ণ বিপরীত বলে দাবি করেছেন বিজয়।

২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বিজয়ের দল দ্রুত তামিলনাড়ুর রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে এবং কোটি তরুণের সমর্থন অর্জন করেছে। মাদুরাইয়ের সভায় তার প্রতিটি বক্তব্যে সমর্থকদের উল্লাস ও করতালি তার জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে।

হিন্দুস্তান টাইমস লিখেছে, বিজয়ের বক্তব্য জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলবে। আর ইন্ডিয়ান এক্সপ্রেস মন্তব্য করেছে, একজন তারকা-রাজনীতিকের মুখে ‘ফ্যাসিবাদী বিজেপি’ শব্দ শুধু শিরোনামই নয়, তীব্র বিতর্কও সৃষ্টি করবে। যদিও বিজেপি বা অন্য বড় দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসেনি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন—এই বক্তব্য দক্ষিণ ভারতের সীমানা ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

মাদুরাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেন, “আমরা আর নীরব দর্শক হয়ে থাকতে পারি না। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।”

রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন, তার এই ঘোষণা কেবল একটি বক্তৃতা নয়, বরং ভারতীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ