টানা চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ রোববার সকাল ৯টায় সেখানে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় এলাকা ঢেকে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ দেখা যায়।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, শনিবারও তেঁতুলিয়ায় একই তাপমাত্রা রেকর্ড হয়। শুক্রবার তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি এবং বৃহস্পতিবার তেঁতুলিয়া ও নওগাঁর বদলগাছীতে ১২ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, টানা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহের আভাস দেখা যাচ্ছে। উত্তরের হিমেল বাতাসে তাপমাত্রা আরও কমতে পারে।
সকালে ঘন কুয়াশায় পথঘাট ফাঁকা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে রোদের কারণে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে