মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা
মালয়েশিয়া থেকে সম্প্রতি ফেরত পাঠানো ৩৫ জন বাংলাদেশির বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে সন্ত্রাসবিরোধী মামলা দায়ের করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ। সোমবার (৮ জুলাই) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, ৫ জুলাই ঢাকার বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন সন্ত্রাসবিরোধী গোয়েন্দা ইউনিট (এটিইউ)-এর পরিদর্শক মো. আব্দুল বাতেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান মামলাটি গ্রহণ করেছেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন আগামী ১১ আগস্ট।
মামলার আসামিদের মধ্যে তিনজন নজরুল ইসলাম সোহাগ, মো. রেদওয়ানুল ইসলাম এবং জাহিদ আহমেদকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে রিমান্ড চাওয়ার পর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের আগে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
অন্য অভিযুক্তরা হলেন: পারভেজ মাহমুদ পাভেল, শরীফ উদ্দিন, মোহাম্মদ হাবিবুর রহমান, সালেহ আহমেদ, মো. আবদুস শাহিদ মিয়া, মো. মতিন, ফয়সাল আলম, রায়হান আহমেদ, মো. রাজ, মো. মনসুরুল হক, ইমন মহিদুজ্জামান, মো. ওয়াসিম আকরাম, শেখ সালাম, মোহাম্মদ রাজ মাহমুদ মন্ডল, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাহফুজ, রুবিউল হাসান, মোহাম্মদ সোহেল রানা, মো. আফসার ভূঁইয়া, শহীদ হোসেন, মো. আশিকুর বিশ্বাস, মো. শাওন শেখ, ইয়াসিন আলী, মোহাম্মদ পারভেজ মোশাররফ, মাহিউদ্দিন, সাব্বির হোসেন, আবদুল্লাহ আল মামুন, মো. রফিকুল ইসলাম, মো. শাকিল মিয়া, আসাদুজ্জামান হোসেন এবং মো. সোহাগ রানা।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) এসএম বখতিয়ার খালেদ জানান, ৭ জুলাই মামলাটি আনুষ্ঠানিকভাবে আদালতে উপস্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্তরা মালয়েশিয়ার পুলিশ কর্তৃক আটক ৩৬ বাংলাদেশির মধ্যে অন্তর্ভুক্ত। তবে মামলার নথিতে একজনের নাম উল্লেখ করা হয়নি।
মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনানুষ্ঠানিক অর্থ লেনদেন ব্যবস্থার মাধ্যমে সিরিয়া ও বাংলাদেশে আইএস-এর জন্য অর্থ সংগ্রহ ও সদস্য নিয়োগে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
বাংলাদেশি আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে এবং ফেরত পাঠানো ব্যক্তিদের নিয়ে নিজেদের পক্ষ থেকেও তদন্ত শুরু করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে