বাংলা একাডেমির লেখক কর্নার তালাবদ্ধের অভিযোগ
বাংলা একাডেমির আজীবন সদস্য অধ্যাপক আকবর আলী সিরাজীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি অনুমতি ছাড়াই একাডেমির লেখক কর্নারের প্রবেশপথে তালা ঝুলিয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতে একাডেমি কর্তৃপক্ষ তার কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজামের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ঘটনাটি ঘটেছে ২৮ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ড. মুহাম্মদ এনামুল হক ভবনে। অভিযোগ অনুযায়ী, অধ্যাপক সিরাজী ভাষা প্রশিক্ষণ উপবিভাগ ও নির্মাণাধীন লেখক কর্নারের মূল ফটকে ব্যক্তিগতভাবে তালা লাগান। যার ফলে সেখানকার কার্যক্রম ব্যাহত হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলা একাডেমির একজন সম্মানিত আজীবন সদস্য হিসেবে অধ্যাপক সিরাজীর দায়িত্ব প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করা। কিন্তু তার সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে একাডেমি একাধিকবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
তালাবদ্ধ করার ঘটনাটির পাশাপাশি, চিঠিতে অভিযোগ আনা হয়েছে যে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর থেকে অধ্যাপক সিরাজী নারী কর্মীদের প্রতি অনভিপ্রেত আচরণ করেছেন এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠানে হস্তক্ষেপ করেছেন। এসব কর্মকাণ্ড একাডেমির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করেছে এবং প্রতিষ্ঠানের মূল্যবোধের পরিপন্থি।
অভিযোগের জবাবে অধ্যাপক সিরাজী সবকিছু অস্বীকার করে বলেন, “আমি কিছুতেই তালা দিইনি। তারা আমাকে জবাব দিতে বলেছে, আমি দেবো। মাটিতে তিনটি তালা আর একটি চাবি পড়ে ছিল। আমি বলেছি, ‘চাবিটা রেখে দাও।’ তালা-চাবির বিষয়টা নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব।”
নারী কর্মীদের প্রতি অসদাচরণের অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘নারী আমার কাছে মা আর মেয়ের মতো। আমি কেন এমন কাজ করব? করলে তো সেটা অন্যায় হবে।’
বাংলা একাডেমি কর্তৃপক্ষ তাঁকে পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে এবং জানিয়েছে, বিষয়টি নির্বাহী পরিষদের সভায় উপস্থাপন করে সিদ্ধান্ত নেয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে