Views Bangladesh Logo

বাসাইলে পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

 VB  Desk

ভিবি ডেস্ক

টাঙ্গাইলের বাসাইলে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। পাশাপাশি শহীদ মিনার চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম এ আদেশ জারি করেন। জানা যায়, রোববার বিকেল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হয়। একই সময়ে ছাত্রসমাজের ব্যানারে আরেকটি সমাবেশের ঘোষণা এলে উত্তেজনা চরমে ওঠে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষায় শহীদ মিনার এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

অন্যদিকে, ৫ সেপ্টেম্বর ছাত্রনেতা রনি মিয়ার পক্ষ থেকে একই স্থানে ছাত্রসমাবেশের অনুমতির আবেদন করা হয়। এরপর দুই পক্ষই এলাকায় মাইকিং করে নিজেদের কর্মসূচির প্রচার শুরু করে।

ছাত্রনেতা রনি মিয়া বলেন, আমরা আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সমাবেশ শান্তিপূর্ণ হবে। যেকোনো বাধা সত্ত্বেও আমরা কর্মসূচি পালন করব।

এ বিষয়ে কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আগেই অনুমতি চেয়েছিলাম। একই জায়গায় একই সময়ে সমাবেশ ডাকা মুক্তিযোদ্ধাদের কর্মসূচি ভণ্ডুল করার অপচেষ্টা। চাইলে তারা আমাদের আগে বা পরে অনুষ্ঠান করতে পারত।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, একই স্থানে দুটি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও টহলে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ