ঢাবি ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনা, নিরাপত্তা জোরদার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফলাফল ঘোষণার আগে ক্যাম্পাসে উত্তেজনা বেড়েছে। এতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
পর্যবেক্ষকরা জানান, দুপুরের পর থেকেই জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মী এবং তাদের সহযোগী সংগঠনগুলো ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াত সমর্থিত কর্মীরা নীলক্ষেত এলাকায় অবস্থান নেন, অন্যরা শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্ত্বরে নজরদারি চালান। তাদের উপস্থিতি ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মাসুদ আলম জানান, আইনশৃঙ্খলা বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। তিনি বলেন, 'সন্ধ্যা থেকে আমাদের উপস্থিতি জোরদার করা হয়েছে। যানবাহন তল্লাশি করা হচ্ছে, এবং সদস্যরা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।'
এদিকে, ছাত্রদল সমর্থিত কর্মীরা সন্ধ্যার পর ক্যাম্পাসে মিছিল করে জামায়াত-শিবিরের বিরুদ্ধে স্লোগান দেন, যা উত্তেজনা আরও বাড়িয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে