ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় টানটান উত্তেজনা দেখা দিয়েছে। এক্সকাভেটর নিয়ে একদল লোক এগোতে চাইলে তা ঠেকাতে সেনাবাহিনী ও পুলিশ লাঠিপেটা করে। এতে ক্ষুব্ধ হয়ে একদল লোক ইটপাটকেল ছোড়া শুরু করে। হঠাৎ পাল্টাপাল্টি ধাওয়ায় পুরো এলাকা থমথমে হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কড়া অবস্থান নিয়েছে। সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তারা জানায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী এমন কাজ করার সুযোগ নেই।পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
এর আগে সেনাবাহিনী পুরো রাস্তা ঘিরে ফেলে। অন্যদিকে এক্সকাভেটর নিয়ে অবস্থান নেয়া একদল লোক আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের স্লোগানের মধ্যে ছিল— ‘মুজিব বাদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘৩২ নম্বর বাড়িটি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি।
জুলাই মেমোরি প্রিজারভেশন কাউন্সিল নামে এক সংগঠনের সমন্বয়ক পরিচয় দেয়া নাহিদ হাসান বলেন, ‘প্রথম যখন শেখ হাসিনা কথা বলে পালালেন, তখন প্রথম আমরাই ধানমন্ডি ৩২ ভেঙেছিলাম। তখন পুরোটা ধ্বংস করতে পারিনি। আজ শেখ হাসিনার রায়ের দিনে আমরা আশা করি, এই রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি মুছে যাবে।’
একই সময়ে তাদের কয়েকজন বলেন, ‘যা বাধাই আসুক, শেখ হাসিনার রায়ের পর আমরা ৩২ নম্বর বাড়িটি গুড়িয়ে দিতে চাই। এখান থেকেই আমাদের ভাই-বোন, মা-বাবাকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা এই বাড়ির কোনো স্মৃতি রাখতে চাই না।’
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২–এর বাড়িটি বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়। সেদিন ঘটনাস্থলে একটি এক্সকাভেটরও ছিল। তার আগেও, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটিতে আগুন দেয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে