চবিতে থমথমে পরিস্থিতি, ১৪৪ ধারা বাড়ল আরও এক দিন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার পরিস্থিতি এখনো থমথমে। সেখানে আইনশৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা আরও এক দিন বাড়িয়েছে প্রশাসন। ফলে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে যৌথ নিরাপত্তা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
এই সংঘর্ষের জেরে বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করে অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে। মঙ্গলবার সকালে গণতান্ত্রিক ছাত্র জোট ছয় দফা দাবি পেশ করে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, আহতদের চিকিৎসার নিশ্চয়তা, ক্যাম্পাসের মধ্যে পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা, সহিংস হামলায় জড়িতদের দ্রুত বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। এর পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যর্থতার জন্য উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি জানিয়েছে তারা ।
পরে প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলও। তারা অভিযোগ করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সংঘর্ষের ঘটনায় চরম অবহেলা করেছে এবং একটি নির্দিষ্ট পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করছে। আহতদের প্রকৃত সংখ্যা নিয়েও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলেছে তারা।
ক্রমবর্ধমান পরিস্থিতি মোকাবিলায় আজ বিকেল ৩টায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। এদিকে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে