Views Bangladesh Logo

কুড়িগ্রামে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে শীতের প্রভাব বাড়ছে। ঘন কুয়াশায় দিনের বেলাতেও অনেক গাড়িকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। জেলার তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

ভোর থেকে বইছে হিমেল হাওয়া, বাড়ছে কুয়াশার ঘনত্ব। বিশেষ করে ভোর ও রাতের শেষ ভাগে শীত বেশি অনুভূত হচ্ছে। ঠান্ডায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন ছিন্নমূল ও খেটে–খাওয়া মানুষ।

রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ সোমবার সকাল ৬টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠান্ডা আরও বাড়বে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ