Views Bangladesh Logo

নারীর প্রতি বর্ণবৈষম্যের বাস্তবতা তুলে ধরবে ‘জলটুঙি’

নারীর প্রতি বর্ণবৈষম্যের কঠিন বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে নতুন টেলিছবি ‘জলটুঙি’। আফরিন জেসিকার রচনায় এবং রহিম সুমনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই টেলিছবিটি শিগগিরই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। টেলিছবিটি প্রযোজনা করেছে অনিন্দ্য প্রযোজনা প্রতিষ্ঠান, প্রযোজক হিসেবে রয়েছেন জুলফিকার চঞ্চল ও মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।

টেলিছবিটিতে অভিনয় করেছেন নাজনীন হাসান, দিলারা জামান, হামিদুর রহমান, ঈষিকা সাকিন, অভি প্রামাণিক, ইমামুর রশীদ খান, রতন সিদ্দিকীসহ আরও অনেকে। ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শেষে সম্পন্ন হয়েছে নির্মাণ কাজ। চিত্রগ্রহণ করেছেন সাখায়েত হোসেন সাকিব। সম্পাদনা ও রং বিন্যাস করেছে স্টুডিও কাট অ্যান্ড কালার। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন জাহিদ হাসান আনন। শিল্প নির্দেশনায় চারু পিন্টু, পোশাক পরিকল্পনায় ফারহিন হক, মেকআপে মো. রিমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তামান্না আঁখি।

‘জলটুঙি’ গল্পে উঠে এসেছে গায়ের রঙকে কেন্দ্র করে বৈষম্যের দীর্ঘদিনের পুরোনো সমস্যা। প্রযুক্তির অগ্রগতির এই সময়ে এখনও সমাজে টিকে আছে সেকেলে মানসিকতা—যেখানে গায়ের রঙের ভিত্তিতে নারীকে ছোট করা হয়। শুধু সমাজ নয়, এই বৈষম্য দেখা যায় টেলিভিশন-বিজ্ঞাপন জগত, চাকরিক্ষেত্র এমনকি নবজাতক সন্তানের ক্ষেত্রেও।

গল্পের কেন্দ্রীয় চরিত্র জয়া—শ্যামলা, আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী একজন নারী। স্বামী আসিফ ও সন্তানকে নিয়ে তার সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু আসিফের বন্ধু-স্বজনেরা জয়ার গায়ের রঙ নিয়ে কটাক্ষ করায় আসিফের মনে দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে জয়া আলাদা হয়ে যান, আর তাদের মেয়ে টুসি মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয় দীর্ঘ ১৩ বছর। ১৮ বছর বয়সে মায়ের কাছে ফিরে এসে টুসি নিজের বর্ণ বদলে মায়ের মতো রূপ ধারণ করে অভিমান ভাঙানোর চেষ্টা করে। প্রথমে ভুল বোঝাবুঝি হলেও শেষ পর্যন্ত জয়া উপলব্ধি করেন মেয়ের ভালোবাসা ও আসিফের অনুশোচনা।

টেলিছবিটি দেখাতে চেয়েছে—সামাজিক ও মানসিক শৃঙ্খল ভাঙতে না পারলে বর্ণবৈষম্য দূর হবে না। নিজের পরিচয়ে দৃঢ় থাকার বার্তাই তুলে ধরে ‘জলটুঙি’।

রহিম সুমনের পরিচালিত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বংশপ্রদীপ’, ‘একাকী’, ‘প্রিয় ফুল তুমি’, ‘গোধূলীর আলো’, ‘মামলা মতিন’, ‘ভালোবাসি ভালোবাসি’, ‘নিরবে চেয়েছি তোমায়’, ‘ক্ষমা’, ‘শঙ্খ’, ‘সাবকনসাস’, ‘ছায়া হয়ে থেকো’, ‘এলোমেলো বাতাসি’সহ আরও অনেক কাজ। নির্মাতা আশা করছেন, তার ধারাবাহিক সাফল্যের মতো ‘জলটুঙি’ও দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ