Views Bangladesh Logo

কক্সবাজারে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

ক্সবাজারের টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হানিফ ব্যক্তি মালিকানাধীন চিংড়িঘেরে কাজ করার সময় মাইন বিস্ফোরণে আহত হন। পরে তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং নাফ নদীতে মাছ ধরাও বন্ধ রয়েছে।

জানা গেছে, রোহিঙ্গা বিদ্রোহীগোষ্ঠীর হামলা রোধে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপ এবং নো ম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রেখেছে। এর আগে এ ধরনের বিস্ফোরণে বাংলাদেশি জেলেদেরও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, ওপারের পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে। নাফ নদী ও সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ