সহপাঠী হত্যার বিচার চেয়ে আবারও সড়ক অবরোধ তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের
তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আবারও ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শুরু হওয়া এই কর্মসূচির কারণে ফার্মগেট ও খামারবাড়ি রোডের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা জানান, হত্যাকাণ্ডের এক মাস পার হলেও এখনো বিচারিক অগ্রগতি লক্ষ্য করা যায়নি। তারা অভিযোগ করেছেন, খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তারা আন্দোলন থামাবেন না। এ সময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে গত ৪ জানুয়ারি শিক্ষার্থীরা একই দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেছিলেন। ওই সময় পুলিশের মধ্যস্থতায় কলেজের ছয় সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাকিবুল রানা গুরুতর আহত হন। চারদিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুরে তিনি মারা যান।
ফার্মগেট এলাকায় পুলিশের বিপুল উপস্থিতি সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে