Views Bangladesh Logo

চলতি বছরই চূড়ান্ত তিস্তা মহাপরিকল্পনা: রিজওয়ানা হাসান

তিস্তা নদী উন্নয়ন মহাপরিকল্পনা চলতি বছরের মধ্যেই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সাঈদা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৫ জুলাই) সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। রিজওয়ানা হাসান বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে। এজন্য উভয় পক্ষের সম্মতির প্রয়োজন রয়েছে।’

তিনি আরও জানান, মহাপরিকল্পনার পাঁচটি মূল বিষয়ের ওপর বিশেষজ্ঞদের সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে ১৭ জুলাই। এরপর এ প্রস্তাব সরকারের কাছে পেশ করা হবে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তা পর্যালোচনা করে চীনা কর্তৃপক্ষের কাছে পাঠাবে। তাদের অনুমোদনের পরই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

এদিন রিজওয়ানা হাসান সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেন। সৈয়দপুরে তাকে বিদায় জানান নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ