Views Bangladesh Logo

নোয়াখালীতে বসতঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বসতঘরে ঢুকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আরাফাত ইসলাম (১৮) নামে এক তরুণকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী তরুণীর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মঙ্গলবার দুপুরে পুলিশ আরাফাতকে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে ওই তরুণীর বিয়ে হলেও স্বামী বিচ্ছিন্ন হয়ে পড়ায় তিনি বাবার বাড়িতে থাকতেন। সম্প্রতি প্রতিবেশী আরাফাত ইসলাম তাকে নিয়মিত উত্ত্যক্ত করছিলেন।

এজাহারে বলা হয়, সোমবার গভীর রাতে আরাফাত বসতঘরের সামনে এসে ডেকে তরুণীকে দরজা খুলতে বাধ্য করেন। দরজা খুলে দিলে তিনি ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকার শুনে পরিবারের লোকজন এসে আরাফাতকে আটক করেন এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

কবিরহাট থানার ওসি মো. শাহিন মিয়া জানান, আরাফাত দীর্ঘদিন ধরে তরুণীকে উত্ত্যক্ত করছিল। সর্বশেষ রাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ