Views Bangladesh Logo

চট্টগ্রামে জনসভায় যাওয়ার পথে অসুস্থ হয়ে কিশোরের মৃত্যু, আহত ২

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে এক কিশোর অসুস্থ হয়ে মারা গেছেন। এছাড়া সমাবেশে পদদলিত হয়ে আরও দুজন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত কিশোরের নাম সাইফুল ইসলাম (১৪)। সমাবেশস্থল থেকে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করা হয়। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এখনও আনা হয়নি। দুজন আহতকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন রাকিব (২৫)।

বেসরকারি ন্যাশনাল হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, সাইফুল ইসলামকে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ চমেক হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জনসভার আগমনের সময় অস্বাস্থ্যকর ভিড় ও চাপের কারণে কিশোর অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে সমাবেশে দুজন পদদলিত হন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা আহতদের তৎক্ষণাত উদ্ধার ও চিকিৎসা প্রদান করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ